মোঃ ফসিয়ার রহমান পাইকগাছা খুলনা প্রতিনিধি ||” বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত গঠনের লক্ষ্যে উপজেলা ও পৌর বিএনপির দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বত:স্ফুর্ত উপস্থিতিতে দেলুটি পঞ্চিমপাড়া মন্দিরে হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় ও গনসংযোগ করেন জেলা বিএনপির সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও খুলনা -৬ পাইকগাছা কয়রার ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এ্যাড মোমরেজুল ইসলাম।
শনিবার বিকালে উপজেলার দেলুটি ইউপির পঞ্চিমপাড়া মন্দিরের সভাপতি বিশ্বজিৎ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে খুলনা -৬ পাইকগাছা কয়রার ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এ্যাড মোমরেজুল ইসলাম বলেন, রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা নতুন বাংলাদেশ বিনির্মানের এক সুস্পষ্ট রুপরেখা। নতুন বাংলাদেশ ও পরবর্তী প্রজন্মের স্বপ্নপূরণের বীজ তাতে নিহিত রয়েছে। তিনি দলীয় নেতাকর্মীদের ঘরে ঘরে ৩১দফা পৌঁছে দেওয়ার আহবান জানান।
যুগ যুগ ধরে শিক্ষা দীক্ষায় সবচেয়ে অবহেলিত দীব-বেষ্ঠিত দেলুটি ইউপিতে গত ১৭ বছরের উন্নয়ন বঞ্চনার ফিরিস্তি তুলে ধরে তিনি আরও বলেন, ভোটারবিহীন নির্বাচনে জালিয়াতি করে ক্ষমতার স্বাদ নেওয়া মানুষের জনগনের প্রতি জবাবদিহিতা থাকেনা এটাই স্বাভাবিক ফলে উন্নয়নের মহাসড়ক থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া দেলুটি অনিবার্য পরিনতি বরণ করতে হয়েছিল। এটি দূর্ভাগ্যের বিষয়।
তিনি আরও বলেন ইনশাআল্লাহ আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এককভাবে সরকার গঠন করবে।
তিনি আরও বলেন বিগত দিনে এই ইউনিয়নে কোন উন্নয়ন হয়নি। বিনা ভোটের এমপিরা নিজেদের আখের গুছাতে ব ব্যস্ত ছিলেন। শিক্ষা স্বাস্হ্য , নদীভাঙন, রাস্তাঘাট সহ সবকিছুতে পিছিয়ে পড়েছি। এখন সময় এসেছে এলাকার উন্নয়নের জন্য কাজ করা।এটা গনতন্ত্রের একটা উজ্জ্বল দৃষ্টান্ত। দেশনায়ক তারেক রহমান যার হাতে ধানের শীষ দিবেন আমরা তার পক্ষকাল করব। তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র ও চক্রান্ত মোকাবেলা করে পাইকগাছা কয়রার ধানের শীষকে বিজয়ী করার জন্য দলীয় নেতা কর্মী এবং সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।
মন্দির কমিটির সাধারণ সম্পাদক বৈদ্যনাথ এর সঞ্চলনায় বক্তব্য রাখেন দেলুটি ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক সুজিত কুমার,সাধারণ সম্পাদক শিক্ষক সন্তোষ কুমার গাইন, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহব্বায়ক মোল্যা ইউনুস আলীসহ বিএনপি,যুবদল, ছাত্রদল,সেচ্ছাসেবকদল, শ্রমিকদল ও কৃষকদলের নেতৃবৃন্দ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।