খুলনার খবর || খুলনা, ০৪ নভেম্বর ২০২৫: নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি খুলনায় অনুষ্ঠিত হলো বার্ষিক ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। মঙ্গলবার (০৪ নভেম্বর) বিকালে নগরীর খালিশপুর থানাধীন মোংলা পোর্ট কলোনি মাঠে এই সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
এ বার্ষিক ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান। এ সময় তিনি খেলায় অংশগ্রহণকারী বিজয়ী দল সিভিল বিভাগের খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন। এর আগে ব্যবসায় প্রশাসন বিভাগের খেলোয়াড়দের হাতে রানার্স আপ ট্রফি তুলে দেন তিনি। অন্যদিকে এ বার্ষিক ফুটবল টুর্নামেন্টের খেলায় ম্যান অফ দা টুর্নামেন্ট হওয়ার গৌরব অর্জন করে ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের খেলোয়াড় নীলোৎপল মন্ডল। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর কানাই লাল সরকার।
এ সময় উপস্থিত ছিলেন নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ এর সদস্য, সৈয়দ হাফিজুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন ড. মো: ইমজামাম-উল-হোসেন, ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজ অনুষদের ডীন ফারজানা আক্তার, রেজিস্ট্রার ড. শেখ শফিকুর রহমান, আইকিউএসি’র পরিচালক মো. আনিসুর রহমান, প্রক্টর শাকিল আহমেদ, বিভাগীয় প্রধানগণ, সহকারী প্রক্টরবৃন্দ, দপ্তর প্রধানগণ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।