পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর // যশোরের কেশবপুরের মালয়েশিয়া প্রবাসী ইমরান হোসেন (কানন) (২৭) হৃদ রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। গতকাল বুধবার (১১ জানুয়ারি) রাতে তিনি মালয়েশিয়ার একটি কোম্পানিতে কর্মরত অবস্থায় মারা যান। তিনি কেশবপুর পৌর এলাকার সরফাবাদ গ্রামের আয়ুব আলী সরদারের ছোট ছেলে।
ইমরান হোসেনের স্বজনরা জানান, তিনি তার অভাব অনটনের সংসারে একটু সচ্ছলতা ফিরিয়ে আনতে গত সাত বছর আগে মালয়েশিয়ায় যান। সেখানে তিনি একটি কোম্পানিতে শ্রমিক হিসেবে কাজ করতেন। গত ৭ মাস আগে তার পদোন্নতি হয়। সম্প্রতি তিনি ওই কোম্পানির সুপারভাইজার হিসেবে দ্বায়িত্ব পালন করছিলেন।
গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে হঠাৎ মালয়েশিয়ার একটি নাম্বার থেকে ফোন আসে। ওই সময় জানানো হয় ইমরান হোসেন হৃদ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। এ খবর পেয়ে তার স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়ে।
ইমরান হোসেনের পিতা আয়ুব আলী সরদার কাঁদতে কাঁদতে বলেন, তার ছেলে সাত বছর আগে টাকা রোজগারের জন্য মালয়েশিয়ায় যায়। সেখানে একটি কোম্পানিতে সুপারভাইজার হিসেবে কাজ করতো। আগামী কোরবানি ঈদের আগে তার দেশে ফিরে আসার কথা ছিল কিন্তু তার আগেই সে আসছে লাশ হয়ে। এখন আমরা তার মৃতদেহ আশার অপেক্ষায় রয়েছি। আমি আমার সন্তানের জীবিত মুখ দেখার সৌভাগ্য থেকে বঞ্চিত হলাম। এলাকাবাসী তার অকাল মৃত্যুতে শোকাহত।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।