পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর // যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলামের ব্যাক্তিগত উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শীত নিবারনের জন্য দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে নিজস্ব অর্থায়নে তিনি ওই কম্বল বিতরণ করেন। ইউনিয়ন পরিষদের সচিব অপুর্ব কুমার পালের সভাপতিত্বে মঙ্গলবার (১৭ জানুয়ারী) প্রধান অতিথি হিসেবে পরিষদের চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত ইউনিয়নের ৫শত দরিদ্র অসহায় শীতার্ত মানুষের হাতে ওই কম্বল বিতরণ করেন।
অসহায় দরিদ্র পরিবারের শীতার্ত মানুষেরা এই কম্বল পেয়ে আনন্দ প্রকাশ করে। তিনি বলেন, আমি আপনাদের ভোটে নির্বাচিত চেয়ারম্যান। এগুলো সরকারী কম্বল নয়, আমার নিজস্ব টাকায় ক্রয় করা। কম্বল ভাল হোক আর মন্দ হোক, আপনারা খুশি মনে নিবেন। আমার চাওয়া পাওয়ার কিছু নেই। আমার ছেলেটা ঠিকমত কথা বলতে পারে না, পড়াশুনা করতে পারে না। আপনারা আমার ছেলেটার জন্য দোয়া করবেন। আমি ৯ টি ওয়ার্ডের ১৭ টি গ্রামে ৫’শ টি কম্বল দিব।
ইউনিয়নের বারুইহাটী, কাস্তা, চিংড়া সাগরদাঁড়ি, গোপসেনা, ঝিকরা, ফতেপুর, মেহেরপুরসহ বিভিন্ন এলাকার মানুষ আনন্দ অনুভতি প্রকাশ করে বলেন আমরা আমাদের পরিবারের বয়স্ক ও শিশুদেরকে এই শীতবস্ত্র দিয়ে শীত থেকে রক্ষা করতে পারবো। কম্বল পেয়ে আমরা খুব খুশি। এসময় ইউনিয়ন পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।