পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর // জাতীয় জলাতঙ্ক নিমুল কর্মসুচি ২০২৩ এর অংশ হিসেবে যশোরের কেশবপুর উপজেলার গৌরীঘোনা ইউনিয়নে কর্মরত টিকাদান কর্মী ডগকেচার আব্দুল আওয়াল সরকার কুকুরের কামড়ে আহত হয়েছেন ।
আব্দুল আওয়াল সরকার জানান,শুক্রবার বেলা ১১টায় তিনি ও তার দলের পাঁচ সঙ্গী নিয়ে কেশবপুরের ভরত ভায়না, ভরত রাজার ভর্তের দেউল সংলগ্ন রাস্থার উপর থাকা দুটি কুকুরকে টিকা দিচ্ছিলেন।এসময় পাশে থাকা কলা বাগান থেকে ৭/৮টি কুকুর এসে আমাদের উপর আক্রমণ করে, তার থেকে একটি কুকুর আমাকে কামড়ে রক্তাক্ত করে ও আমার সাথে থাকা সঙ্গীরা আমাকে চিকিৎসার জন্য কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় আমাকে কমপ্লেক্সে থেকে জলাতঙ্ক প্রতিরোধমূলক টিকা প্রদান করা হয়। আহত আব্দুল আওয়াল সিরাজগঞ্জ সদর উপজেলার পূর্ববাউতাড়া গ্রামের মৃত সানাওয়ার সরকারের ছেলে।
কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের কর্মকর্তা আলমগীর হোসেন বলেন,বিষয়টি আমি শুনেছি,আহত আওয়ালকে টিকা দেয়া হয়েছে। তবে কুকুরের এ রকম হামলার বিষয়টি আমি কখনো শুনিনি।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।