খোকসা প্রতিনিধি // কুষ্টিয়ার খোকসায় মাঘের শিশির ভেজা কনকনে শীতে পাঁঠা ও মহিষ বলির মধ্য দিয়ে শুরু হয়েছে ৬০০ বছরের ঐতিহ্যবাহী কালীপূজা ও মেলা।
গত শনিবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলা সদর দিয়ে প্রবাহিত গড়াই নদীর পূর্ব তীর ঘেঁষে সনাতনী ভক্তদের ধর্মীয় পর্যটনকেন্দ্র খোকসার বার্ষিক কালীপূজা ও ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা শুরু হয়।
জমিদারি আমলের আদলে গতকাল শনিবার গভীর রাতে প্রথাগত জীব বলির মধ্য দিয়ে বার্ষিক উৎসবের মূল পূজা শুরু হয়।আজ রোববার (২২ জানুয়ারি) বিকেলে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হয় বার্ষিক কালীপূজা ও ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা।
দ্বিতীয় পর্বের পূজা হবে সপ্তমী তিথিতে। করোনার কারণে বিগত দু-বছর তেমন গ্রামীণ মেলা না হলেও এ বছর কালীবাড়ির বিশাল মাঠজুড়ে গ্রামীণ পণ্যের পসরা সাজিয়ে বসেছে প্রায় ৫ শতাধিক ব্যবসায়ীরা গ্রামীণ মেলাকে ঘিরে ধর্ম ভেদাভেদ ভুলে গিয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছিল কালীপূজা মেলা প্রাঙ্গণে।পূজা অনুষ্ঠানে আইনশৃঙ্খলা রক্ষায় সবরকম ব্যবস্থা করেছিলো খোকসা থানা।
কালীপূজা মন্দিরের সাধারণ সম্পাদক অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস বলেন, এবার আপামর জনসাধারণ ধর্ম-বর্ণ, সকল দ্বিধা-দ্বন্দ্ব, ভেদাভেদ ভুলে কালীপূজার মেলায় উপস্থিত হয়ে মেলাকে আরও প্রাণবন্ত করেছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।