মোঃ আলমগীর হোসেন,নড়াইল প্রতিনিধি // নড়াইলে নিখোঁজের ৬দিন পর ইয়াছিন মোল্যা নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল রোববার দুপুরে সদর উপজেলার আলোকদিয়া ঈদগার পাশের মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিখোঁজ ইয়াছিন মোল্যা(২২) নড়াইল পৌরসভার ভওয়াখালী এলাকার বিল্লাল মোল্যার ছেলেন। গত ১৬ জানুয়ারি রাতে সুলতান মেলায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় ইয়াসিন।
জানা গেছে, গত ১৬ জানুয়ারি রাতে বন্ধুদের সাথে মেলায় যাওয়ার কথা বলে রাত ১১ টার দিকে মোটরসাইলে নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। নিখোঁজ ইয়াছিন মোল্যার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ থাকে। এ ঘটনার তার বোন শিরিনা খানম সদর থানায় সাধারন ডায়েরি করে। যার নং-৭৫১ তারিখ গত ১৮ জানুয়ারি ২৩।
নিহতের স্বজনরা জানিয়েছে, যাদের সাথে ইয়াছিন মেলায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় অমরা তাদের কাউকে চিনি না।
তার মোটরসাইকেলটি নেওয়ার জন্য এ হত্যা কান্ড হতে পারে বলে তাদের ধারনা।
নিহত ইয়াছিন মোল্যার বোন শিরিনা খানম বলেন, গত ১৬ জানুয়ারি রাতে মোটরসাইকেল নিয়ে বন্ধুদের সাথে মেলায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। আমরা বিভিন্ন যায়গায় খোঁজ-খবর নিয়েও তার সন্ধান না পেয়ে সদর থানায় ডায়েরি করা হয়। রোববার দপুরে থানা পুলিশের মাধ্যমে লাশ পাওয়ার বিষয়টি জানানোর পর সেখানে গিয়ে লাশ সনাক্ত করি। ইয়াছিন পেশায় রাজমিস্ত্রীর কাজ করতেন বলেও জানান তিনি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদুর রহমান বলেন, লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে নিখোঁজ ইয়াছিন মোল্যার পরিবারের লোকজন গিয়ে লাশটি চিহ্নিত করে। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।