পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর // যশোর পিবিএস-মণিরামপুর-২ এর ৩ নং কেশবপুর এলাকা পরিচালক পদে আব্দুল্লাহ আল ফুয়াদ বি.এ (অনার্স), এম.এ নিরংকুশ বিজয় লাভ করেছেন। তিনি কেশবপুর প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক ও দৈনিক কল্যাণ পত্রিকার কেশবপুর প্রতিনিধি। মঙ্গলবার (২৪ ডিসেম্বর-২২) সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত কেশবপুর সরকারি ডিগ্রী কলেজে সুষ্ঠু সুন্দরভাবে ঐ ভোট অনুষ্ঠিত হয়।ভোটে আব্দুল্লাহ আল ফুয়াদ ও মজ্ঞুরুল আলম ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। পি বিএস-মণিরামপুর-২ অফিস সূত্র জানা গেছে, কেশবপুর উপজলায় পল্লী বিদ্যুতের নির্বাচনে মোট ভােটার সংখ্যা ৫১ হাজার ৩শ ৪১ জন।
কেশবপুর ৩ নং এলাকার আওতাভূক্ত কেশবপুর, মজিদপুর, মঙ্গলকোট, পাঁজিয়া, গৌরীঘোনা, সুফলাকাটি, ত্রিমোহিনী, সাগরদাঁড়ি, বিদ্যানন্দকাটি, সাতবাড়ীয়া, হাসানপুর ইউনিয়নগুলো ও কেশবপুর পৌরসভার ৮০১ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। বতিলকৃত ভোটের সংখ্যা ০২ জন।
আব্দুল্লাহ আল ফুয়াদ দেয়াল ঘড়ি মার্কা ৭৪৯ ভোট পেয়ে বিজয় লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মজ্ঞুরুল আলম বাল্ব মার্কা পেয়েছে ৫০ ভোট। নির্বাচনে যশোর পিবিএস-মণিরামপুর-২ এর ৩ নং কেশবপুর এলাকা পরিচালক পদে আব্দুল্লাহ আল ফুয়াদকে বেসরকারী ভাবে নির্বাচিত ঘোষনা করেছেন।
নির্বাচনে ফলাফল ঘোষনা করেন,নির্বাচন কমিশন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের উপ-পরিচালক, ঢাকা রাশেদ নিজাম, সদস্য, পল্লী বিদ্যুৎ সমিতি এজিএম এম,এস রাম কুমার ঘোষ, সহকারী পরিচালক জাহাঙ্গীর আলমসহ ৪ জন নির্বাচন পরিচালনা করেন। আগামী ১৬ ফেব্রুয়ারী-২০২৩ তারিখে পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে বলে কতৃপক্ষ জানান। কেশবপুর প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ্জ জামান খানসহ সদস্যবৃন্দ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।