বাগেরহাট প্রতিনিধি // ১৬ বছর পর বাংলাদেশ আওয়ামী যুবলীগ,বাগেরহাট জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৫ জানুয়ারি) বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে দুই ধাপের ১ম ধাপে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এসময় সম্মেলন উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনের রাত সাড়ে ৮টায় কাউন্সিলরদের কণ্ঠভোটে সরদার নাসির উদ্দিনকে সভাপতি ও মীর জায়েসী আশরাফী জেমসকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক ফজলে শামস পরশের সভাপতিত্বে যুবলীগের কমিটি গঠন সভায় শুধু সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষনা করা হয়েছে।
উল্লেখ্য ১০১ সদস্যবিশিষ্ট জেলার পূর্ণাঙ্গ কমিটি আগামী এক মাসের মধ্যে ঘোষণা করা হবে বলে জানানো হয়।
উক্ত সভায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য রাজু আহম্মেদ ভিপি মিরান এসব তথ্য নিশ্চিত করেন।
বাগেরহাট জেলা যুবলীগের আহ্বায়ক সরদার নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট ১ আসনের সাংসদ সদস্য জননেতা শেখ হেলাল উদ্দিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল।
সম্মেলনে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়, বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন, শেখ সোহেল, সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ কামরুজ্জামান টুকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ভুইয়া হেমায়েত উদ্দিন সহ বাগেরহাট জেলা-উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সহ প্রমূখ উপস্থিত ছিলেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।