মাগুরা প্রতিনিধি || মাগুরায় ডাকাতি করার সময় ধাওয়া দিয়ে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতি করা একটি প্রাইভেট কার ও বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
গতকাল শনিবার সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরা সদরের জাগলা এলাকা থেকে দুই ডাকাতকে গ্রেপ্তার করা হয় বলে সংশ্লিষ্ট থানা পুলিশ জানায়।
গ্রেপ্তাররা হলেন লক্ষ্মীপুর জেলার মাছুম রানা (৩৩) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার সাদেক আলী (৩৪)।তবে ডাকাত দলটির হোতা গাজীপুর জেলার আসলাম ওরফে দুলুসহ তিনজন পালিয়ে যান বলে মাগুরা সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান।
ওসি আরও জানান, শনিবার সন্ধ্যায় ৫/৬ জনের একটি দল মাগুরা শহরতলীর আবালপুর এলাকায় একটি দোকানের তালা ভেঙে ডাকাতির চেষ্টা করছিল। এলাকাবাসী বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা প্রাইভেট কার নিয়ে পালানোর চেষ্টা করে।
এ সময় পুলিশ প্রাইভেট কারটির পিছু নেয়। এক পর্যায়ে ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরা সদরের জাগলা এলাকায় পুলিশ ডাকাতদের গাড়িটির গতিরোধ করে দুই ডাকাতকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, গ্রেপ্তার মাছুম ও সাদেকের নামে দেশের বিভিন্ন থানায় ডাকাতিসহ ৫/৭টি করে মামলা আছে।গ্রেপ্তারদের বিরুদ্ধে মাগুরা সদর থানায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান ওসি মোস্তাফিজ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।