মোঃ আলমগীর হোসেন,নড়াইল প্রতিনিধি || নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের নলদী-ব্রাহ্মণডাঙ্গা শ্যামা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়ে নৈশ প্রহরী থাকা সত্বেও জানালার গ্রীল ভেঙ্গে ১৭টি ল্যাপটপ চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়া ল্যাপটপের আনুমানিক মূল্য ১৬ লক্ষ টাকা।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সরস্বতী পূজার ছুটিসহ সাপ্তাহিক দু’দিন ছুটির কারণে বিদ্যালয় ৩দিন বন্ধ ছিল। রবিবার (২৯ জানুয়ারী) সকালে ওই বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা বিদ্যালয়ে এসে দেখতে পান যে,শেখ রাসেল ডিজিটাল ল্যাবের জানালার গ্রীল ভেঙ্গে চোরের দল ১৭টি ল্যাপটপ চুরি করেছে। তাৎক্ষনিক ভাবে শিক্ষকরা চুরির বিষয়টি নিয়ে বিদ্যালয়ের নৈশ প্রহরী মো: হুসাইন শেখকে জিজ্ঞাসাবাদ করেন।
এ সময় হুসাইন শিক্ষকদের জানান,ছুটির তিন দিনই তিনি বিদ্যালয়ের রাত্রিকালীন দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। তবে চুরির বিষয়ে তিনি কিছুই জানেন না। পরবর্তীতে শিক্ষকরা বিষয়টি বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল ওহাব মোল্যা ও স্থানীয় নলদী পুলিশ ফাঁড়িকে অবহিত করেন। খবর পেয়ে নলদী ফাঁড়ির ইনচার্জ মো: সিরাজুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজুল ইসলাম বলেন, চুরির বিষয়ে বিদ্যালয়ের নৈশ প্রহরীকে জিজ্ঞাসাবাদ করলে তিনি কোন সদুত্তর দিতে পারেনি। এ বিষয়ে তিনি লোহাগড়া থানায় একটি সাধারণ ডায়েরী দায়ের করা হয়েছে বলে তিনি জানান।
নলদী ফাঁড়ির ইনচার্জ মো: সিরাজুল ইসলাম চুরির ঘটনা নিশ্চিত করে বলেন,চুরির বিষয়ে তদন্ত চলছে, ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নাছির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন,চুরির বিষয়টি রহস্যজনক। বিদ্যালয় কর্তৃপক্ষকে থানায় মামলা করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। মামলা হলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।