সরদার বাদশা,নিজস্ব প্রতিবেদক || ” বাংলাদেশ প্রেসক্লাব ” খুলনা ডুমুরিয়া উপজেলা শাখার ২১ সদস্য বিশিষ্ট দ্বি-বার্ষিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আজ ৩১শে জানুয়ারি মঙ্গলবার বিকাল ৪টায় উপজেলা অফিসার্স ক্লাব হল রুমে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ প্রেসক্লাব ডুমুরিয়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। খুলনার ডুমুরিয়া উপজেলা শাখার আহবায়ক খান আরিফুজ্জামান নয়ন এর সভাপতিত্বে ও সদস্য সচিব সরদার বাদশা”র সঞ্চলনায় অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (ডুমুরিয়া- ফুলতলা) খুলনা-৫ সংসদ সদস্য সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ ডুমুরিয়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ মনিরুল ইসলাম অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেসক্লাব, খুলনা বিভাগীয় সভাপতি কে.এম. কামরুজ্জামান জুয়েল রানা।
সম্মানীত বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য ও বিশ্বাস প্রোপার্টিজের সিইও মোঃ আজগর বিশ্বাস( তারা),ডুমুরিয়া সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী আব্দুস সালাম মিয়া,চুকনগর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ মনিরুল ইসলাম ব্রাউন,ডুমুরিয়া মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম, বানিয়াখালী মওলানা ভাষানী মেমোরিয়াল ডিগ্রী কলেজের অধ্যাপক হযরত মাওলানা মুফতি আঃ কায়উম জমাদ্দার, সৈয়দ ঈসা ডিগ্রী কলেজের অধ্যাপক গোবিন্দ ঘোষ,দৈনিক কালান্তর পত্রিকার সহকারী সম্পাক মোঃ নাজমুল হুদা,বাংলাদেশ প্রেসক্লাব খুলনা জেলা শাখার যুগ্ম-আহবায়ক মোঃ আলাউদ্দীন শিকদার, বাংলাদেশ প্রেসক্লাব রুপসা উপজেলা শাখার সভাপতি মোঃ আবু সোহেল মোহাম্মদ জুনায়েদ, উপজেলা যুবলীগের যুগ্ম- আহবায়ক ইকবল হোসেন প্রমুখ।
দিন ব্যাপী সম্মেলনে আলোচনার মাধ্যমে খুলনা বিভাগীয় সভাপতি কেএম কামরুজ্জামান জুয়েল ও খুলনা জেলা নেতৃবৃন্দের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ২১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ প্রেসক্লাব ডুমুরিয়া উপজেলা শাখার দ্বি- বার্ষিক পুর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন।
উক্ত কমিটিতে, খান আরিফুজ্জামান নয়নকে সভাপতি ও সরদার বাদশাকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট একটি পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি খান মহিদুল ইসলাম,সহ- সভাপতি কবি তুষার কান্তি দত্ত,সহ-সভাপতি দেবব্রত মন্ডল,সিনিয়র যুগ্ম- সাধারণ সম্পাদক, গাজী সোহেল আহমেদ,যুগ্ম-সাধারণ সম্পাদক পলাশ মন্ডল,যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ রাশিদুজ্জামান,সাংগঠনিক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম শহিদ,সাংগঠনিক সম্পাদক উত্তম কুমার বিশ্বাস,সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদুর রহমান সোহেল,প্রচার সম্পাদক,এস এম শাওকির শাওন,দফতর সম্পাদক মোঃ আসাদুজ্জামান মোড়ল,মহিলা বিষয়ক সম্পাদিকা লায়লা খাতুন, কোষাধ্যক্ষ মোঃ সোহেল আহমেদ তপু,প্রকাশনা সম্পাদক মোঃ জিয়াউর রহমান,সদস্য, সরদার শরিফুল ইসলাম, মোঃ তৌহিদুজ্জামান টিটু,জিএম সোহেল,সোহেল মাহমুদ,নয়ন মন্ডল।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।