খুলনার খবর || খুলনার রূপসায় মুক্তিযুদ্ধ চলাকালীন সময় (১৯৭১ সাল) আমিন উদ্দিন নামে এক ব্যক্তিকে হত্যা মামলার দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাদের ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) খুলনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মীর শফিকুল আলম এই তথ্য নিশ্চিত করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন মো. এনামুল হক।
আসামিরা হলেন,আমজাদ মিনা (৮০) ও সাবাজ হালদার (৮২)। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
আইনজীবী মো. এনামুল হক জানান,খুলনার রূপসায় ১৯৭১ সালের ১৯ অক্টোবর রাজাকার ও তাদের সহযোগীরা আমিন উদ্দিনকে বাড়ি থেকে ধরে নিয়ে হত্যা করে। এ ঘটনায় ২০১০ সালে তার ছেলে অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আলী আদালতে তিনজনের বিরুদ্ধে মামলা করেন।
মামলার দীর্ঘ শুনানি শেষে আমজাদ মিনা ও সাবাজ হালদারকে যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানা করা হয়। অপর আসামি জলিল হালদার তদন্তকালীন সময়ে মৃত্যুবরণ করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।