এম.কে.জামান সুমন,ঢাকা || গতকাল (১০ ফেব্রুয়ারি) তারিখ রাজধানীর কামরুল কনভেনশন হলে বিশিষ্ট উপন্যাসিক ও কবি রেজা নুর এর উপন্যাস এখনো ভোর এবং ভারতীয় সাহিত্যিক ও গল্পকার স্বপ্না গুহ ঠাকুরতা এর ভ্রমন কাহিনী দুচোখে দুনিয়া বই দুটোর মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন, বায়োফার্মা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মিজানুর রহমান। বই এর মোড়ক উন্মোচন এর পর লেখক গণ বইয়ের লেখা সম্পর্কে কিছু তথ্য দেন।
প্রসঙ্গত লেখক রেজা নুর বাংলাদেশের যশোরের সন্তান হলে ও ১৯৯৬ সাল থেকে আমেরিকা প্রবাসী এবং লেখক স্বপ্না গুহ ঠাকুরতা বরিশালের সন্তান হলে ও দীর্ঘদিন ভারতের কলকাতায় বসবাস করছেন। দুজনেই পত্রিকা সম্পাদনায় কাজ করছেন। ২০২৩ এর একুশে বইমেলায় বই দুটো প্রকাশ পেয়েছে।
অনুষ্ঠানে লেখক পরিবারের সদস্য, আত্মীয় বন্ধুরগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে লেখকের সৌজন্যে সবার জন্য নৈশ ভোজের আয়োজন করা হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।