পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর || যশোরের কেশবপুর কেন্দ্রীয় জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন করা হয়েছে। কেশবপুর পৌরসভার মেয়র ও যশোর জেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম মোড়ল শুক্রবার (১০ ফেব্রুয়ারী) ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করেন। পৌরশহরের ত্রিমোহিনী মোড় সংলগ্ন এলাকায় কেন্দ্রীয় পুরাতন জামে মসজিদ নতুন করে নির্মাণ করার জন্য টেন্ডারের মাধ্যমে বিক্রী করা হয়।
উল্লেখ্য, ১৯৭০ সালে কেশবপুর শহরের ত্রিমোহিনী মোড় সংলগ্ন এলাকায় কেন্দ্রীয় জামে মসজিদটি নির্মাণ করা হয়েছিল।কেশবপুর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ মছিহুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেশবপুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, কেশবপুর উপজেলা বিএনপির আহবায়ক ও পৌর কাউন্সিলর মশিয়ার রহমান, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খানসহসহ ধর্মপ্রাণ মুসল্লীবৃন্দ।
ইতিমধ্যে মসজিদটি নতুন করে নির্মাণের জন্য কেশবপুর পৌরসভার মেয়র ও যশোর জেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম মোড়ল ১০ লক্ষ টাকা অনুদান দেন। অধিক পরিমাণে ব্যয় হওয়ায় উপজেলার সকল মুসল্লীদের কাছে দান ও সহযোগিতা কামনা করেছেন তিনি।
উদ্বোধন শেষে ও অত্র মসজিদের উন্নয়নের জন্য দোয়া মাহফিল এবং বিশেষ মোনাজাতের সাথে সাথে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার মুহাদ্দিস ও কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুস্তাফিজুর রহমান।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।