1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৭:৪৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি/বিজ্ঞাপন
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) নীচতলা,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
হরিণের মাংসসহ ০১ জন আটক: কেএমপি লোহাগড়ায় ট্রলি থেকে পড়ে দেয়ালে ধাক্কা, হাসপাতালে নেওয়ার পথে যুবকের মৃত্যু নগরীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত টিভি ম্যাগাজিন ইত্যাদির এবারের পর্ব দেখা যাবে মংলা বন্দরে খুলনায় বর্ণিল আয়োজনে টি-টোয়েন্টি ফরম্যাটে ‘জিয়া ক্রিকেট টুর্নামেন্ট’ লড়াই করলো লাল-সবুজ দল উপসচিব নুরুল করিম ও মিনারা নাজনিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন আর্ন্তজাতিক এলসিআইএফ অনুদান পেল খুলনা লায়ন ফারিহা উইমেন ডেভেলপমেন্ট সেন্টার জলবায়ু পরিবর্তন,রোগমুক্ত পোনার স্বল্পতাসহ খুলনা অঞ্চলে উৎপাদন কমছে চিংড়ির লোহাগড়ায় এনপিপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে মসজিদ রাতের আধাঁরে গুড়িঁয়ে দেওয়ার অভিযোগ কেশবপুরে শান্তি ও সম্প্রীতির জন্য অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত আন্তর্জাতিক মানোবধিকার আইনী সহায়তা প্রদান কারী সংস্থা লিডারশিপ টেনিং ক্যাম্পিং খুলনার ময়লাপোতার মোড়ের নকশা পরিবর্তন করার দাবিতে নিরাপদ সড়ক চাই’র মানববন্ধন কওমী-আলিয়া ভেদাভেদ ভূলে আলেমদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে-মাওলানা রফিকুল ইসলাম খান খুবি হবে একটি ইমপ্যাক্টফুল বিশ্ববিদ্যালয় : উপাচার্য সৌন্দর্য বর্ধন চাই কিন্তু সড়ক সংকুচিত করে নয়-খুলনা নাগরিক সমাজ রামপাল উপজেলা ছাত্রদলের সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত মান্দায় মঠ গাড়ি আদর্শ কৃষি উন্নয়ন সমবায় সমিতির প্রায় চল্লিশ লক্ষ টাকা আত্মসাৎ নতুন সভাপতির বাগেরহাটে ৫’শত গ্রাম গাঁজা’সহ এক মাদক কারবারি আটক কয়রায় খাস জমিতে ভবন নির্মাণ, ব্যবস্থা নেয়নি ইউএনও

নড়াইলে ড্রাগন ফল চাষে সফলতার স্বপ্ন দেখছেন শিল্পী মিনা

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৪৫ বার শেয়ার হয়েছে

মোঃ তাজমুল ইসলাম,লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি ||
বাড়ির আঙিনার চারদিকে সবুজের সমারোহ। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে ড্রাগন ফল গাছ। গাছে সবুজ পাতা সৌন্দর্যের ডালি সাজিয়েছে কাজলা নদীর তীরে। ড্রাগন ফল মানেই ভিন্ন আমেজের রঙিন রসাল ফল।স্বপ্নিল পরিপাটি এ বাগানটি গড়ে তুলেছেন নড়াইল সদর উপজেলার শিল্পী মিনা।নিজ আঙিনায় বিদেশি ফলের চাষ করে সফলতা বীজ বপন করেছেন তিনি। ড্রাগন ফল নিয়ে ইউটিউব ও সংবাদমাধ্যম দেখে শখের বশে তিনি এই ফলের চাষ শুরু করেন।

কথা হলে শিল্পী মিনা জানান, ২৩ শতক জমিতে ১২০ পিলার-এ ১১৬৫ ড্রাগনের চারা লাগিয়ে তার যাত্রা শুরু করেছি।৩ মাস পর গাছগুলোতে ফল আসবে। আশা করছি ৩ লাখ টাকার ফল বিক্রি করতে পারব এই বছরে।
সরেজমিন ড্রাগন ফলের বাগান ঘুরে দেখা গেছে,গাছের অবলম্বন হিসেবে একটি কংক্রিটের ছয় ফুট পিলার পুঁতে দেয়া হয়েছে। পিলারের মাথায় বসিয়ে দেয়া হয়েছে মোটরসাইকেলের পুরনো টায়ার। চেইন ক্যাকটাসের মতো দেখতে ড্রাগন গাছগুলো পিলার বেয়ে দাঁড়িয়ে রয়েছে। প্রতি পিলারের পাশে দুই থেকে তিনটি চারা বা কাটিং লাগানো হলে প্রতি কাটিং থেকে ১২ থেকে ১৪টি ফল পাওয়া যায়। আকারভেদে ফলের ওজন ৩০০ থেকে ৩৫০ গ্রাম পর্যন্ত হয়ে থাকে বলে জানান তিনি। উপজেলার বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে ড্রাগন ফলের চাষপদ্ধতি জেনে নেন তার কাছ থেকে।

শিল্পী মিনা জানান,সামাজিক ও শিক্ষামূলক সমাজসেবায় সম্পৃক্ত রয়েছি। টাকা আয়ের জন্য স্থায়ী একটা আর্থিক খাত তৈরির চিন্তা করি।এই চিন্তার আলোকে আমার পতিত জমিতে এই ড্রাগন চাষ শুরু করি।

আমাদের দেশের মাটি ও আবহাওয়া ড্রাগন ফল চাষের উপযোগী–ইউটিউব ও সংবাদমাধ্যমে এসব খবর দেখে আমি উদ্বুদ্ধ হই।৭ মাসে ২২সালে পরীক্ষামূলক।ড্রাগনের চারা লাগিয়ে চাষ শুরু করিছি।পুষ্টিগুণ,আকার-আকৃতি ও দামের কারণে বাজারে ড্রাগন ফলের ব্যাপক চাহিদা রয়েছে। ক্যাকটাস জাতীয় গাছ হওয়ায় রোগবালাইও কম। তাই চাষীরা সহজেই এই ফল চাষ করতে পারেন।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা রোকনুজ্জামান বলেন, অন্য ফসলের তুলনায় ড্রাগন ফল চাষ লাভজনক। চারা লাগানোর এক বছরের মধ্যে ফল আসতে শুরু করে।আগদিয়া শিমুলিয়ার শিল্পী মিনার সফলতা দেখাদেখি এখন অনেকই এই ড্রাগন চাষ শুরু করছেন। কৃষি বিভাগের পক্ষ থেকে যারা এই চাষে আগ্রহী তাদের সঠিক পরামর্শ দেয়া হবে।ড্রাগন ফল চাষ এই অঞ্চলের কৃষকদের জন্য বিরাট সম্ভাবনা নিয়ে আসবে। আমরা শিগগিরই ড্রাগন ফল চাষের কলাকৌশল কৃষককে জানিয়ে চারা বিতরণ করব।আশা করছি,অচিরেই ড্রাগন ফল এ জেলার অর্থকরী ফসল হিসেবে বিবেচিত হবে।

তিনি আরো বলেন,সব ধরনের মাটিতে ড্রাগন চাষ হয়। তবে উঁচু জমিতে ভালো ফলন পাওয়া যায়। তিন মিটার পরপর গর্ত করে চারা রোপণ করতে হয়। বছরের যেকোনো সময় চারা রোপণ করা যায়। তবে এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে হলে ভালো। সিমেন্ট অথবা বাঁশের খুঁটিতে গাছ বেঁধে দিতে হয়। গাছে ফুল আসার ২০-২৫ দিনের মধ্যে ফল ধরে। প্রতিটি ফলের ওজন হয় ২০০-৬০০ গ্রাম। ১২-১৮ মাস বয়সী একটি গাছে ৫-২০টি ফল ধরে। পরিপক্ব একটি গাছে সর্বোচ্চ ৮০টি ফল পাওয়া যায়।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

youtube

https://youtube.com/@khulnarkhobor?si=v3cvg3zJmM54JYRa

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।