ঝিনাইদহ প্রতিনিধি || ঝিনাইদহে পিঠা মেলা,সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালিত হচ্ছে বসন্ত বরণ অনুষ্ঠান।
আজ মঙ্গলবার সকাল ১০ টা থেকে শহরের আদর্শপাড়া মর্নিং বেল চিল্ড্রেন একাডেমী চত্তরে আয়োজন করা হয় পিঠা মেলার। ভাপা পুলি, পাটি সাপটা, পাতা, নকশি সহ বাহারি নামের পিঠার স্টল দেওয়া হয়। আর সেখানে বাসন্তি সহ নানান সাজে সেছে শিশু থেকে শুরু করে সব বয়সের মানুষ অংশ নেয়। সৃষ্টি হয় উৎসবের আমেজ। সাথে সেখানে ছিল বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।
পিঠা মেলায় আসা শিক্ষার্থীরা বলে, পিঠা মেলায় পিঠা খেতে আসছি সবাইকে নিয়ে।অনেক ঘুরছি, খুবই ভালো লাগছে আমাদের।
মেলার আয়োজক জানান, বসন্ত উৎসব উপলক্ষে ছোট শিশু সহ সকলের মধ্যে হরেক রকম পিঠার পরিচয় করিয়ে দিতেই এ পিঠা মেলার আয়োজন। আর বসন্ত উপলক্ষে সারা দেশের ন্যায় এখানে বাসন্তি রঙে রঙিন হয়েছে। ছিল বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।