মেহেরপুর প্রতিনিধি || মেহেরপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সাথে ওরিয়েন্টশন সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার সময় সিভিল সার্জন অফিস মিলনায়তনে সিভিল সার্জন ডা. জওয়াহেরুল আনাম সিদ্দিকীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ইনজামুল হক, মেহেরপুর জেলা প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল আজম, মেহেরপুর প্রেসক্লাবের সাধারন ফজলুল হক মন্টু। ওরিয়েন্টশন সভায় জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,আগামী ২০ ফেব্রয়ারী জেলার তিন উপজেলার ২০টি ইউনিয়ন ও ২টি পৌরসভার ০-৫৯ মাস বয়সের ৬৭ হাজার ৯শ ২৭ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।