খুলনার খবর || খুলনায় দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় আসাদ নামে এক যুবককে (২২) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে তাকে দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে গত বুধবার রাতে তাকে বাগেরহাটের ফকিরহাট উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাক আহমেদ জানান, গত ১৬ জানুয়ারি ভুক্তভোগী শিশু বাড়ির উঠানে খেলা করছিল। তখন প্রতিবেশী আসাদ খাবারের প্রলোভন দেখিয়ে শিশুটিকে ঘরে নিয়ে পাশবিক নির্যাতন চালায়। পরে শিশুটি চিৎকার করলে মুখ গামছা দিয়ে চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে আসাদ। বিষয়টি ভুক্তভোগী শিশুটি তার মাকে জানায়।
এ ঘটনায় শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে শিশুটির বাবা বাদী হয়ে দাকোপ থানায় মামলা দায়ের করেন।
ঘটনার পর থেকে আসামি আসাদ চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিল। র্যাব তথ্য প্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত হয়। বুধবার রাতে বাগেরহাটের ফকিরহাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।