পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর || কেশবপুরের মঙ্গলকোটে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ৩ দলীয় ভলিবল টুর্নামেন্ট মঙ্গলকোট ইউনিয়নের চুয়াডাঙ্গা-বড়পাথরা ভলিবল মাঠ প্রাঙ্গণে শুক্রবার (১৭ ফেব্রুয়ারী) রাত ১১ টা পর্যন্ত খেলা অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম রুহুল আমীনের সভাপতিত্বে টুর্নামেন্টে প্রধান অতিথি হিসাবে উদ্বোধন ও বক্তব্য রাখেন, কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন।
বিশেষ অতিথি হিসাবে ছিলেন, কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান, ৫ নং মঙ্গংকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাস, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব নজরুল ইসলাম সরদার, লিটন গিফটিস এন্ড কর্ণারের সত্বাধীকারী এস এম কামরুজ্জামান লিটন, জয়টেক্সের সত্তাধীকারী, এস এম শফিকুল ইসলাম, জাকারিয়া হার্ডওয়ার এন্ড স্যানেটারীর সত্তাধীকারী মোঃ মিজানুর রহমান বাবলু। মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ আব্দুল বারীসহ বিভিন্ন এলাকার ক্রীড়ামোদীরা উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টসে বাবর আলী ভলিবল একাদশ বনাম যশোর জেলা ভলিবল একাদশ। বাবর আলী ভলিবল একাদশ বনাম তালা ভলিবল একাদশ। বাবর আলী ভলিবল একাদশ বনাম সাতক্ষীরা রাজ্জাক পার্ক ভলিবল একাদশ ও যশোর জেলা ভলিবল একাদশ বনাম তালা ভলিবল একাদশ। যশোর জেলা ভলিবল একাদশ বনাম সাতক্ষীরা রাজ্জাক পার্ক ভলিবল একাদশ। তালা ভলিবল একাদশ বনাম সাতক্ষীরা রাজ্জাক পার্ক ভলিবল একাদশ। প্রথম স্থান অধিকারী দল তালা ভলিবল একাদশ বিজয়ী হয়ে পুরুস্কার পেলেন নগদ ৩০ হাজার টাকা ও দ্বিতীয় স্থান অধিকারী দল বাবুর আলী ভলিবল একাদশ বিজয়ী হয়ে পুরুস্কার পেলেন নগদ ২০ হাজার টাকা।
উৎসব মূখর পরিবেশে খেলা অনুষ্ঠিত হয়েছে। সার্বিক সহযোগিতায় ছিলেন, আলহাজ্ব মনিরুজ্জামান টুটুল ও হযরত আলী জোয়ারদার।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।