পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর || “বিট পুলিশিং বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়ি”, “পুলিশই জনতা, জনতাই পুলিশ” “তথ্য দিন সেবা নিন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কেশবপুরের মঙ্গলকোট ইউনিয়নে বিট পুলিশিং কমিটির আয়োজনে এক মতবিনিময় সভা রবিবার (১৯ ফেব্রুয়ারী) বিকালে মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়।
মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল কাদের বিশ্বাস-এর সভাপতিত্বে এবং মঙ্গলকোট ইউনিয়ন বিট পুলিশং এস,আই আবুল হোসেন-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কেশবপুর থানা অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ মফিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ প্রদর্শক (তদন্ত) সুজন কুমার, মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান সরদার। মাদক সেবনকারিদের ছাড় না দেওয়ার জন্য ইউনিয়ন বিট পুলিশকে নির্দেশনা দিয়েছেন ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাস। এলাকা মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত করতে সকলের সহযোগিতা কামনা করেন (ওসি) মোঃ মফিজুর রহমান।
বক্তব্য রাখেন, মঙ্গলকোট বাসস্ট্যান্ড বাজার কমিটির উপদেষ্টা আবুল হোসেন বিশ্বাস, মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক প্রভাত কুমার রায়, মাগুখালী বাজার কমিটির সভাপতি শিক্ষক মোস্তফা কামাল লিটন, কমিউনিটি মঙ্গলকোট ৯ নং ওয়ার্ড বিট পুলিশং-এর সভাপতি ও ইউপি সদস্য মোসলেম উদ্দীন সরদার, মঙ্গলকোট ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সভাপতি বিশ্বনাথ হালদার।
উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা সামছুর রহমান, মঙ্গলকোট আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান, পাঁচারই টিএস মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল ওহাব, প্যানেল চেয়ারম্যান শেখ আব্দুল বারী, অধ্যাপক কিশোর দেবনাথ, মেম্বর কামরুল ইসলাম, মেম্বর মোসলেম উদ্দীন গোলদার, মেম্বর মমতাজ বেগম, মেম্বর মোমেনা বেগম, মেম্বর জহির রায়হান, তাইম শেখ, গ্রাম পুলিশগন, বাজারবাসীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।