এম.কে.জামান সুমন,ঢাকা || আজ ২৪ ফেব্রুয়ারী ২০২৩,শুক্রবার,জগন্নাথ বিশ্ববিদ্যালয় একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম ডিপার্টমেন্ট এর প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন একাউন্টিং অ্যালামনাই এসোসিয়েশন এর ২য় রিইউনিয়ন ২০২৩ বিশ্ববিদ্যালয় এর বিজ্ঞান অনুষদের মাঠে সকালে জাতীয় সংগীত পরিবেশনা,বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।সকাল ১০.৩০ টায় রিইউনিয়ন অনুষ্ঠান উদ্বোধন করে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি বৃন্দ হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ এক্রিডিটেশন কাউন্সিল এর চেয়ারম্যান ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডঃ মেসবাহ উদ্দিন আহমেদ,জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডঃ ইমদাদুল হক,জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ট্রেজারার অধ্যাপক ডঃ কামাল উদ্দিন আহমদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিজনেস অনুষদের ডীন অধ্যাপক ডঃ মোঃ গোলাম মোস্তফা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম ডিপার্টমেন্ট এর চেয়ারম্যান অধ্যাপক শফিকুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় একাউন্টিং অ্যালামনাই এসোসিয়েশন এর কার্যকরী সদস্য এম.এ মমিন পাটোয়ারী,অ্যালামনাই এসোসিয়েশন এর যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান চপল,অ্যালামনাই এসোসিয়েশন এর সহ-সভাপতি ও রিইউনিয়ন উদযাপন কমিটির আহ্বায়ক মোহাম্মদ আনোয়ার হোসেন,অ্যালামনাই এসোসিয়েশন এর সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাকসুদুর রহমান। অ্যালামনাই এসোসিয়েশন এর অন্যান্য নেতৃবৃন্দ সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্ট এর শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
সকাল ৮.৩০ থেকে ১,৫৮৬ জন রেজিস্টার্ড অ্যালামনাই এন্ট্রি বুথে নাম লিখিয়ে নাস্তা, খাবার কুপন ও গিফট সামগ্রী নিয়ে অনুষ্ঠানে যুক্ত হন। আলোচনা অনুষ্ঠান ও ক্রেস্ট বিতরনের মাধ্যমে ১ম অধিবেশন শেষ হয়। জুমার নামাজ ও খাবারের বিরতির পর বিশ্ববিদ্যালয়ের সভা কক্ষে এজিএম এর মাধ্যমে ২য় অধিবেশন অনুষ্ঠিত হয়। বিকাল ৪.৩০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত সাংস্কৃতিক পরিবেশনার মধ্যে অনুষ্ঠান শেষ হয়।
সংগীত পরিবেশন করেন জনপ্রিয় ব্যান্ড দল অবসকিউর,কন্ঠ শিল্পী মিলাসহ একঝাঁক নতুন শিল্পী। সেই সাথে অনুষ্ঠানে আসা অ্যালামনাইগণ তাদের পুরাতন বন্ধুদের সাথে আড্ডায় মেতে ছিলেন এবং পুরনো স্মৃতি রোমন্থন করছিলেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় একাউন্টিং অ্যালামনাই এসোসিয়েশন এর সভাপতি আলহাজ্ব কামরুল হাসান রিপন এর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় একাউন্টিং অ্যালামনাই এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক এন.আই. আহমেদ সৈকত।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।