বাগেরহাট প্রতিনিধি || কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাট জেলা বিএনপি আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে শহরে পদযাত্রা বের করলে পুলিশের বাধার মুখে পড়ে। কর্মসূচির শেষ পর্যায়ে নেতা-কর্মীরা ফিরে যান। পরে বিভিন্ন এলাকা থেকে কেন্দ্রীয় এবং জেলা পর্যায়ের ২৫ জন নেতা-কর্মীকে পুলিশ আটক করে। তবে বিএনপির দাবি, আটকের সংখ্যা ৪০ জনের বেশি।
পুলিশ বলছে, পদযাত্রার নামে নাশকতা ও বিশৃঙ্খলার চেষ্টা চলছে- গোপন সূত্রে এমন খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করেছে।
আটককৃতদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, জেলা বিএনপির আহ্বায়ক এ টি এম আকরাম হোসেন তালিম, শাহেদ আলী রবিসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী রয়েছেন।
এদিকে শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা এবং নেতা-কর্মীদের আটকের প্রতিবাদে আজ শনিবার সকাল ১১টার দিকে বাগেরহাট প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির শিক্ষাবিষয়ক সম্পাদক এ বি এম ড. ওবায়দুল ইসলাম।
সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, শান্তিপূর্ণ পদযাত্রায় পুলিশ বাধা প্রদান করে এবং বিভিন্ন এলাকা থেকে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের ৪০ জনেরও বেশি নেতা-কর্মীকে আটক করে। সারা দেশে পদযাত্রায় বাধা এবং নেতা-কর্মীদের আটকের প্রতিবাদে ৪ মার্চ সব মহানগরে ও প্রতিটি থানায় পদযাত্রা কর্মসূচির ঘোষণা করেন বিএনপির কেন্দ্রীয় শিক্ষাবিষয়ক সম্পাদক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। সংবাদ সম্মেলন থেকে আটক বিএনপির সব নেতা-কর্মীর মুক্তির দাবি জানানো হয়।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানান, পদযাত্রার নামে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা নেওয়া হচ্ছে- গোপন সূত্রে এমন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযান চালিয়ে সেখান থেকে ২০ থেকে ২৫ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিষয়ে যাচাই-বাছাই চলছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।