পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর || কেশবপুরের কাঁস্তা নতুন বাজার পরিচালনা কমিটির নির্বাচন-২০২৩ সম্পন্ন হয়েছে। উপজেলার কাঁস্তা নতুন বাজারে সোমবার (২৭ ফেব্রুয়ারী) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উৎসব মুখর পরিবেশে ভোট চলে। ঐ বাজারে মোট ভোটর সংখ্যা ৫১ জন। ৫০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন ইউপি সদস্য ও ম্যারেজ রেজিস্ট্রার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। ১১ সদস্য বিশিষ্ট বাজার পরিচালনা কমিটির সভাপতির পদ ছাড়া সকলেই বিনা-প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
সভাপতি পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে আনার আলী শেখ ৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আইয়ুব হোসেন পেয়েছে ২০ ভোট।
বিনা-প্রতিদ্বন্দ্বিতায় যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন, সাধারণ সম্পাদক আরিফুর রহমান, দপ্তর সম্পাদক আবু সাঈদ মোড়ল, প্রচার সম্পাদক আব্দুর রহিম মোল্লা ও কোষাধ্যক্ষ মোহাম্মদ আল-আমিন হোসেনসহ ৬ জন। বাজারে এখন উৎসবের আমেজ বিরাজ করছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।