নড়াইল প্রতিনিধি || নড়াইলে কলেজ ছাত্র দ্বীপ্ত হত্যাকান্ডে জড়িত ৩ সন্ত্রাসীকে গ্রেফতার ও ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধার করেছে। দীপ্ত হত্যার ১২ ঘণ্টার মধ্যে তার হত্যাকারিদের গ্রেফতার এবং ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধার করেছে পিবিআই।গ্রেফতার প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোটরসাইকেলের জন্য এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে স্বীকার করেছে।
পিবিআই যশোর অঞ্চলের পরিদর্শক শামীম মুসা জানান,গত শনিবার (২৫ ফেব্রুয়ারি) গভীর রাতে অভিযান চালিয়ে নড়াইল সদরের গোপালপুর গ্রামের শিশির সরকারের ছেলে সুমন সরকার (৩০), সরজিৎ সরকারের ছেলে সজিব সরকার (২২) ও গৌতম রায়ের ছেলে আকাশ রায়কে (২১) গ্রেপ্তার করা হয়।
তাদের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। এদিকে জেলা পুলিশ অভিযান চালিয়ে দীপ্ত সাহার ছিনতাই হওয়া এপাচি ফোর-ভি মোটর সাইকেলটি কালিয়া উপজেলার কলাবাড়িয়া বিলের একটি কলাই ক্ষেত থেকে উদ্ধার করে।
পুলিশ সুপার সাদিরা খাতুন বলেন, কলেজছাত্রের নির্মম হত্যাকান্ডের পর আমাদের প্রথম কাজ ছিল হত্যার কারণ সনাক্ত করা। তথ্য প্রযুক্তির সহায়তায় জেলা পুলিশের টিম এবং পিবিআই অভিযান চালিয়ে মোটরসাইকেলটি উদ্ধার এবং এই হত্যাকান্ডে জড়িত তারই পূর্ব পরিচিত তিনজনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোটরসাইকেলের জন্য তারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে স্বীকার করেছে।
নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের হোগলাডাঙ্গা গ্রামের দিনোবন্ধু সাহার ছেলে নড়াইল সিটি কলেজের ছাত্র দীপ্ত সাহা শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে তার এ্যাপাচি মোটর সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়।গত শনিবার হোগলাডাঙ্গা শ্মশানের পাশের মাছের ঘের হতে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।