সাতক্ষীরা প্রতিনিধি || সাতক্ষীরা সদর থানা পুলিশের মাদক বিরোধী সাড়াশি অভিযানে ১০ বোতল ফেনসিডিলসহ ভোমরা কানপাড়া এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী শাহিদাকে আটক করা হয়েছে।গত রবিবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সাতক্ষীরা সদরের ভোমরা কানপাড়া এলাকায় তার নিজ বাড়িতে ফেনসিডিল বিক্রির সময় পুলিশ তাকে আটক করে।
আটকের বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, মাদক বিরোধী বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে এসআই পিন্টু লাল দাস, এএসআই আবু সুফিয়ান ও সঙ্গীও ফোর্সের সহায়তায় ভোমরা এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে ভোমরা কানপাড়া এলাকার মাদক ব্যবসায়ী মোসাঃ শাহিদা বেগমকে ১০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়েছে।
আটককৃত শহিদা বেগম একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার নামে একাধিক মাদকের মামলা রয়েছে। সে বহুদিন যাবত তার বাড়িতে বসে ফেনসিডিলের ব্যাবসা করতেন।এবিষয়ে থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে শহিদাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।