মোঃ ফয়সাল হোসেন,কয়রা প্রতিনিধি || ২০২০ সালের ১ মার্চ বিকেলে উপজেলার বাগালী ইউনিয়ের বায়লা হারানিয়া এলাকায় বাতিকাটা খালের উপর নির্মাণাধীন ব্রিজের কাজকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় নিহত হন কয়রা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত হাদীউজ্জামান রাসেল। তার তৃতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে শুক্রবার (৩ মার্চ) সকালে নিহত ছাত্রলীগ নেতার স্মরণে তার নিজ বাড়িতে তার কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু ও কয়রা উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।এসময় এমপি আক্তারুজ্জামান বাবু মরহুম সাবেক ছাত্রলীগ নেতা রাসেলের কবর জিয়ারত করে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। পরে সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু প্রয়াত ছাত্রলীগ নেতা রাসেলের পরিবারে সকলের সাথে সৌজন্য সাক্ষাত করেন।
এসময় উপস্থিত ছিলেন,কয়রা থানার অফিসার ইনচার্জ এবিএমএস দোহা (বিপিএম), উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক জাফরুল ইসলাম পাড়,ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জুযেল,শাহ নেওয়াজ শিকারী,আছের আলী মোড়ল,আওয়ামীলীগ নেতা নির্মল চন্দ্র দাষ,ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম টিংকু, সাধারন সম্পাদক আমিনুল হক বাদল,সহ-সভাপতি তরিকুল ইসলাম,ছাত্রলীগ নেতা রনি প্রমুখ৷ এছাড়া প্রয়াত ছাত্রলীগ নেতার মৃত্যু বার্ষিকি উপলক্ষে উপজেলা ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম টিংকুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুল হক বাদলের সঞ্চালনায় প্রয়ত ছাত্রলীগ নেতার স্মরণে মৃত্যু উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে মিলাদ মাহফিল,স্মরণসভা ও দুস্থদের খাদ্য বিতরণ করা হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।