সরদার বাদশা,নিজস্ব প্রতিবেদক || চিংড়িতে অপদ্রব্য পুশ করার অপরাধে ভ্রাম্যমান আদালতের অভিযানে ডুমুরিয়া সদরের ট্রলারঘাট নামক স্হানে নুর ইসলাম নামে এক মৎস্য ডিপো মালিককে জেল-জরিমানা ধার্য্য করা হয়েছে।
গত মঙ্গলবার বিকেলে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আফরোজ শাহীন খসরু’র নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডুমুরিয়া উপজেলা সদর বাজারের ট্রলার ঘাট এলাকায় চিংড়িতে অপদ্রব্য পুশ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত।
এ সময় মো: নুর ইসলাম শেখ নামে এক ব্যক্তির মৎস্য ডিপোতে অপদ্রব্য পুশ করার সময় হাতে নাতে ধরে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অপদ্রব্য পুশকৃত চিংড়ি ও সরঞ্জামাদি আগুনে পুড়িয়ে বিনস্ট করা হয়। আদালত পরিচালনায় সহযোগিতা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবু বকর সিদ্দিক,উপজেলা ভূমি অফিসের কর্মচারী নাসির উদ্দীন সানা,থানা পুলিশের সদস্যবৃন্দ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।