মোহাম্মদ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি//যশোর শংকরপুর থেকে সংঘবদ্ধ একটি কিশোর অপরাধী চক্রকে আটক করেছে র্যাব ৬ যশোরের সদস্যরা। একই সাথে ৩ জন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে।
আটক ৬ কিশোর একটি অপহরণ ঘটনায় জড়িত। তাদের দখল থেকে ধারালো চাকু ও বোমা উদ্ধার করা হয়েছে।র্যাব সূত্র জানিয়েছে, একটি অপহরণ ঘটনার অভিযোগে র্যাব ৬ খোঁজ খবর নিয়ে ঘটনার সত্যতা পায়। ওই ঘটনার শিকার ৩ জন। এরপর আটক ও ভুক্তভোগী ৩ জনকে উদ্ধারে অভিযান পরিচালনা করে র্যাব যশোর ক্যাম্পের একটি চৌকস দল।
গতকাল ২৬ ফেব্রুয়ারি শংকরপুর এলাকায় অভিযান পরিচালনা করে আটক করা হয় ঘটনায় জড়িত ছয় কিশোরকে। এরা সংঘবদ্ধভাবে অপরাধ সংঘটিত করে। কিশোর গ্যাং নামেও ওরা ওই এলাকায় পরিচিত।
র্যাব ৬ যশোর ক্যাম্পের কমান্ডার জানিয়েছেন, আটক ও উদ্ধারের ব্যাপারে পরে বিস্তারিত তথ্য দেয়া হবে। এদিকে স্থানীয়রা জানিয়েছেন, শংকরপুর এলাকায় আরো কয়েকটি উঠতি চক্র রয়েছে। যারা এলাকায় সরাসরি নানা অপকর্মে জড়িত। এদের বিভিন্ন মিছিল মিটিংয়ে অংশ নিতেও দেখা যায়। এর আগে বকচরের রাকিব সরদার হত্যাকান্ডেও শংকরপুর এলাকার কয়েক কিশোর আটক হয়। গত ১৭ ডিসেম্বর কিশোর গ্যাঙের ৯ সদস্য দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে রাকিবকে। ওই ৯ কিশোরকেও আটক করেন র্যাব ৬ যশোর ক্যাম্পের সদস্যরা।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।