পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর || কেশবপুরের কৃতি সন্তান ঐতিহ্যবাহী কেশবপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য জ্যেষ্ঠ সাংবাদিক শ্যামল সরকার কে পুনরায় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ধর্ম মন্ত্রণালয় এর সম্মানিত ট্রাষ্টি নিযুক্ত করায় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।
কেশবপুর উপজেলা পূজা উদ্যাপন পরিষদের আয়োজনে কেশবপুর আবু সারাফ সাদেক অডিটোরিয়ামে শুক্রবার (১০ মার্চ) বিকাল ৫ টায় ঐ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা পূজা উদযাপন পরিষদ, পৌর পূজা উদযাপন পরিষদ, ১১ টি ইউনিয়ন পূজা উদযাপন পরিষদ, সংগঠন ও বিভিন্ন মন্দির কমিটির পক্ষ থেকে ট্রাষ্টি শ্যামল সরকারকে সংবর্ধনা প্রদান করা হয়।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, কেশবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুকুমার সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাষ্টি ও কেশবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল সরকার। তিনি বলেন,আমার পিতা-মাতার আশির্বাদ,আপনাদের শ্রদ্ধা,ভালবাসা,আশির্বাদ, দোয়ায় আমাকে এখানে আনতে পেরেছেন। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন, অনুষ্ঠানের সভাপতি সুকুমার সাহা।
কেশবপুর উপজেলা পূজা উদ্যাপন পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কেশবপুর উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি দুলাল চন্দ্র সাহা, সহ-সভাপতি পঙ্কজ কুমার দাস,প্রচার সম্পাদক ও কেশবপুর উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান পলাশ মল্লিক,আইন বিষয়ক সম্পাদক শঙ্কর কুমার পাল,কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান,সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী,কেশবপুর সরকারী পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ আসাদুজ্জামান, কেশবপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি অধ্যাপক মছিহুর রহমান,পুরোহিত সেবা সংঘের সভাপতি ও প্রধান শিক্ষক বাসুদেব সেনগুপ্ত,ভাগবত সেবা সংঘের সভাপতি গৌতম কর্মকার,কেশবপুর উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সহ-সভাপতি ও ৪নং বিদ্যানন্দকাটি ইউনিয়নের সভাপতি নন্দদুলাল বসু,৩নং মজিদপুর ইউনিয়ন পূজা উদ্যাপন পরিষদের সভাপতি কার্তিক কুমার রায়, ৬নং ইউনিয়নের সভাপতি স্বপন মুখার্জি,সাধারণ সম্পাদক মাধব বর্মন,৭নং ইউনিয়নের সাধারণ সম্পাদক পরেশ চন্দ্র মণ্ডল,৮নং ইউনিয়নের সাধারণ সম্পাদক প্রদত্ত বিশ্বাস,৯নং ইউনিয়নের সভাপতি হরেন্দ্র নাথ সরকার,কেশবপুর উপজেলা ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সভাপতি মনোয়ার গাইন।
অনুষ্ঠানে কেশবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের কোষাধ্যক্ষ কনক কুমার সেন,কেশবপুর উপজেলা পরিষদের সাবেক ভাইচ চেয়ারম্যান আব্দুল লতিফ রানা,অসিম ভট্টাচার্য, ৫নং ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি বিশ্বনাথ হালদার-সহ কেশবপুর উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।