শরিফুল ইসলাম || খুলনার ময়লাপোতা এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা ১ যুবক নিহত হয়েছেন। আজ রোববার দুপুর আনুমানিক ২টার দিকে এদুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রতক্ষদর্শী জানান,নগরীর সাতরাস্তা থেকে একটি বাস ময়লাপোতার দিকে যাচ্ছিল এবং খুলনা গেজেট অফিসের কাছাকাছি রাস্তা পার হবার সময় ঐ যুবক বাসের চাকায় পিস্ট হয়ে মারা যান।নিহতের নাম পরিচয় জানা যায়নি।
প্রতক্ষদর্শী আরেকজন জানান,উনি দুপুর ২ টার দিকে তিনি রিক্সাযোগে ময়লাপোতার দিকে যাচ্ছিলেন। তার রিক্সার পাশ থেকে একটি পরিবহন যাচ্ছিল। খুলনা গেজেটের দেয়াল ঘোষা রাস্তা থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবক রাস্তা পার হতে যাচ্ছিলেন। এমন সময় ওই পরিবহনের চাকার নিচে চলে যায় ওই যুবক। পরিবহনের চাকাটি তার মাথার ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলে যুবকের মৃত্যু হয়।
এসময় পুলিশের উপ পুলিশ কমিশনার (দক্ষিণ বিভাগ) মোঃ তাজুল ইসলাম দুর্ঘটনা কবলিত ঘটনাস্থল পরিদর্শন করেছেন।এবং তিনি জানান,ঘটনাস্থলের বেশ কিছু সিসি ফুটেজ আছে সেগুলো বিশ্লেষন করে প্রকৃত ঘটনা জানা যাবে।পরে নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।