খুলনার খবর || খুলনায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ কেজি হরিণের মাংস জব্দ করা হয়েছে। এ ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করা হয়।
গতকাল রোববার (১২ মার্চ) সকাল ১০টার দিকে সুন্দরবন সংলগ্ন কয়রা উপজেলার দেউলিয়া বাজারের মৎস্যকাটা থেকে এবং বেলা ১১টার দিকে উপজেলার উত্তর বেদকাশি ইউনিয়নের গাববুনিয়া গ্রামে হরিণের মাংসসহ তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- রূপসা উপজেলার রাজাপুর গ্রামের আবুল কাশেম ও খুলনা সদর থানার পালপাড়া রোডের বদর আল অসীম কোরাইশী।
কয়রা থানার ওসি এবিএম এস দোহা বলেন, রোববার সকাল ১০টার দিকে ককশিটের মাধ্যমে ঢাকার উদ্দেশ্যে পাচার করার সময় ২৭ কেজি হরিণের মাংসসহ সাহেব আলীকে গ্রেপ্তার করা হয়। একই দিন বেলা ১১টার দিকে উপজেলার উত্তর বেদকাশি ইউনিয়নের গাববুনিয়া গ্রামে অভিযান চালিয়ে ১৭ কেজি হরিণের মাংসসহ দুজন পাচারকারীকে গ্রেপ্তার করা হয়।
আসামিদের বিরুদ্ধে বন্যপ্রাণী নিধন আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।