আলী আজীম,মোংলা (বাগেরহাট)|| মোংলায় শেখ আঃ হাই ফাউন্ডেশনের আয়োজনে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৪ মার্চ) উপজেলার কুমারখালিস্থ শেখ আঃ হাই ফাউন্ডেশন (শেখ আঃ হাই সাহেবের বাড়ীর সামনে) আলহাজ্ব শেখ আঃ সালাম এন্ড কোং এর কার্যালয় দি ফ্রেড হলোস ফাউন্ডেশন ও অস্ট্রেলিয়া সরকারের সহযোগীতায় ও বাগেরহাট দৃষ্টিদান চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনায় এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে উপজেলার প্রায় এক হাজার প্রবীণ নারী ও পুরুষ রোগীকে বিনামূল্যে চক্ষুসেবা দেওয়া হয়।
বাগেরহাট দৃষ্টিদান চক্ষুদান হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ ফারহানা সাদিয়ার নেতৃত্ব অন্যান্য চিকিৎসকরা এ সেবা দিয়েছেন।
এসময় চক্ষু রোগীদের চোখের যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা করে বিনামূল্যে চিকিৎসা ও ছানি পড়া রোগীদের অপারেশনের জন্য বাছাই করা হয়।
ক্যাম্পে পৌর আ’লীগের সাবেক সভাপতি আলহাজ্ব শেখ আঃ সালাম, শেখ আঃ হাই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, আ’লীগ নেতা শেখ মোঃ বেল্লাল হোসেন, বাগেরহাট দৃষ্টিদান চক্ষুদান হাসপাতালের প্রোগ্রাম অফিসার কাজী সাইদুর রহমান সবুজ, শেখ আঃ হাই ব্লাড ফাউন্ডেশনের সেচ্ছাসেবক মোঃ পারভেজ খাঁন প্রমুখ উপস্থিত ছিলেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।