মাগুরা প্রতিনিধি || আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও খাল খনন করায় মাগুরা ও নড়াইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীসহ ঠিকাদার ও স্থানীয় দুই ব্যক্তির নামে মাগুরা আদালতে মামলা দায়ের করা হয়েছে। মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার রোনগর গ্রামের ২৬ জন ব্যক্তি বাদী হয়ে এই মামলা করেন।
মামলার বিষয়টি নিশ্চিত করে একজন বাদী উপজেলার রোনগর গ্রামের বাসিন্দা তবিবর রহমান জানান, যেখানে খাল খনন করা হচ্ছে। এই জমিগুলো আমাদের ব্যক্তি মালিকানাধীন জমি। আমাদের দখলেও রয়েছে।কোনো ম্যাপ বা রেকর্ডে খালের অস্তিত্ব নেই। জমিগুলোতে বসতবাড়ি ও আবাদি জমি রয়েছে। জমিগুলো অধিগ্রহণ করা হয়নি।
গত ফেব্রুয়ারি মাসের ১০ তারিখ হতে ঠিকাদার প্রতিষ্ঠান জোরপূর্বকভাবে আমাদের সম্পত্তি দখলের জন্য জমির মাটি কেটে খাল খননের চেষ্টা করছেন।এ নিয়ে আমরা আদালতে আবারো মামলা করেছি।
মাগুরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এ.কে.এম মমিনুল ইসলাম বলেন, আমি ৮ মাস হয়েছে মাগুরায় দায়িত্বে আছি। এই ৮ মাস মহম্মদপুরের রোগনর গ্রামের কোথাও খাল খনন করার বিষয়ে কোনো ওয়ার্ক অর্ডার দেয়া হয়েছে বলে আমার জানা নেই। তবে মামলার বাদী পক্ষের দেখানো এক পত্রে দেখা যায় নড়াইল পানি উন্নয়ন বোর্ডের ২০২১ সালের জুলাই মাসের ১৯ তারিখ আবুল কালাম আজাদ ও মিজানুর রহমান জেভিকে রোনগরের পার্শ্ববর্তী কালিশংকরপুর খালে খননের জন্য ওয়ার্ক অর্ডার দেয়া হয়, তবে রোনগরে কোনো খাল খননের অনুমতি দেয়া হয়নি।
এ ব্যাপারে জানতে চাইলে নড়াইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী উজ্জল কুমার সেন বলেন,আমাদের কাছে আদালতের কোনো নিষেধাজ্ঞা বা কোনো কিছু আমরা পাইনি।এ ছাড়া মাগুরা জেলার মহম্মদপুরের রোনগর এলাকার খাল খননের বিষয়ে বা খালের নামে কারও ব্যক্তিগত জায়গা থেকে মাটি কেটে খাল বানানোর বিষয়ে কাউকে কোনো অনুমতি দেয়া হয়নি।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।