খুলনার খবর || রমজান আসার আগে থেকেই নিজেকে গুছিয়ে নিন। ধরে নেবেন, এটিই আপনার জীবনের শেষ রমজান। তাই আল্লাহর কাছে ফরিয়াদ থাকবে, হে আল্লাহ, তুমি আমাকে এই রমজানের ফজিলত হাসিলের তওফিক দাও।
রমজানের কল্যাণ লাভ মু’মিনের পরম সৌভাগ্যের বিষয়। তাই রমজান মাস আসার আগেই মু’মিন-মুসলিমরা এর ফজিলত হাসিলের জন্য নিজেকে তৈরি করে থাকেন।
মহানবী সা: রমজানের দু’মাস আগে থেকেই রমজান প্রাপ্তির জন্য দোয়া করতেন। তিনি বলতেন, ‘হে আল্লাহ আপনি আমাদের রজব ও শাবান মাসের বরকত দান করুন। আমাদের রমজান পর্যন্ত পৌঁছে দিন। রমজানের প্রস্তুতি হিসেবে মহানবী সা: শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন।
তবে রমজানের দু-এক দিন আগে থেকেই মহানবী (সা:) রোজা রাখতে নিষেধ করেছেন। তবে কেউ আগে থেকে রোজা রাখায় অভ্যস্ত হয়ে গেলে তার বিষয়টি আলাদা। হজরত আবু হুরায়রা (রা:) থেকে বর্ণিত এক হাদিসে মহানবী (সা:) বলেন, ‘তোমাদের কেউ যেন রমজানের এক দিন বা দু’দিন আগে রোজা না রাখে। তবে আগে থেকে এ দিনে রোজা রাখায় কেউ অভ্যস্ত হয়ে গেলে সে ওই দিনও রোজা রাখতে পারে।’ (বুখারি-১৮১৫)
রমজান রহমত, বরকতময় ও নাজাতের মাস। পুণ্য হাসিলে এর চেয়ে সুবর্ণ সুযোগ আর কিছু হতে পারে না। পবিত্র কুরআনে এ সম্পর্কে বলা হয়েছে- ‘রমজান মাস এমন একটি মাস, যে মাসে কুরআন নাজিল করা হয়েছে। যে কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত সবই হিদায়াত ও সুস্পষ্ট নিদর্শনাবলি সম্বলিত। যা সঠিক পথ দেখায়, সত্য ও মিথ্যার মধ্যে চূড়ান্ত ফায়সালা করে দেয়। তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাস পাবে, সে যেন এ মাসে অবশ্যই রোজা রাখে।’ (সূরা আল বাকারা-১৮৫)
সামনে এমন এক মাস, যে মাসের একটি রাতকে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ বলা হয়েছে। যে মাসের যেকোনো পুণ্য ও কল্যাণময় কাজের পুরস্কার বহু গুণে বাড়িয়ে দেয়া হয়। এ মাসের নফল ইবাদত অন্য মাসের ফরজ ইবাদতের সমান। আর একটি ফরজ ইবাদতের সওয়াব ৭০টি ফরজ আদায়ের সমান করে বান্দার আমলনামায় লিখে দেয়া হয়। তাই এ মাসকে ইবাদতে ভরিয়ে দিতে হবে। তবেই মিলবে আল্লাহর সন্তুষ্টি।
তাই আপনার ইবাদতগুলোকে আল্লাহর সামনে এমনভাবে পেশ করতে হবে যে, ইবাদতে কোনো ধরনের শিরক থাকবে না। নিজের অন্তর হিংসাবিদ্বেষ থেকে মুক্ত থাকবে। তাহলে রোজা অবশ্যই নাজাতের জন্য যথেষ্ট হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।