খুলনার খবর// চুয়াডাঙ্গায় স্মরণকালের ভয়াবহ শিলাবৃষ্টি ও দমকা হাওয়ায় ফসলের প্রচুর ক্ষতি হয়েছে। গতকাল রবিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা সোয়া ৩টার দিকে শিলাবৃষ্টি ও দমকা হাওয়া বয়ে যায়।হঠাৎ করেই বেলা ৩টার দিকে চুয়াডাঙ্গায় কালো মেঘে ঢেকে যায়। এর কিছুক্ষণ পরেই শিলাবৃষ্টি শুরু হয়। সেই সঙ্গে বইতে থাকে দমকা হাওয়া। আধাঘণ্টা ধরে চলে ঝড়-বৃষ্টি
স্মরণকালের ভয়াবহ এ শিলাবৃষ্টিতে উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বৃষ্টি শেষে দেখা গেছে বাড়ির আঙিনা ও রাস্তার অনেক জায়গায় শিলার স্তূপ জমে আছে।শিলাবৃষ্টি ও দমকা হাওয়ায় ভুট্টা, পেঁয়াজ, রসুন, আমের মুকুল ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ইনচার্জ সামাদুল হক জানান, বেলা ৩.১০ মিনিট থেকে শুরু হয়েছে শিলাবৃষ্টি। এই রকমের শিলাবৃষ্টি ২০/৩০ বছরের মধ্যে দেখা যায়নি। শিলার ব্যাস এক ইঞ্চি। বিকাল ৪টা পর্যন্ত চুয়াডাঙ্গায় ১৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।