চুয়াডাঙ্গা প্রতিনিধি || চুয়াডাঙ্গায় শুরু হয়েছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা।আজ শনিবার সকালে ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমা আনুষ্ঠানিকভাবে শুরু হয়। আমবয়ান করেন ঢাকার কাকরাইল মসজিদের মুরুব্বি মাওলানা সিরাজুল ইসলাম। তিনি আমবয়ানের মধ্য দিয়ে মুসল্লিদের স্বাগত জানান।
পরে সকাল ১০টা থেকে আলোচনা শুরু করেছেন কাকরাইল মসজিদের আরেক মুরুব্বি মাওলানা মাহমুদুল্লাহ।
গতকাল শুক্রবার রাত থেকে জেলা ইজতেমায় অংশগ্রহণ করার জন্য জেলার প্রত্যন্ত অঞ্চলের মুসল্লিরা ইজতেমা মাঠে সমবেত হতে থাকেন। তিন দিনব্যাপী এবারের ইজতেমা চুয়াডাঙ্গা পৌর এলাকার সিএন্ডবি পাড়া সার্কিট হাউজ সংলগ্ন ময়দানে আয়োজন করা হয়েছে।
ইজতেমার দায়িত্বপ্রাপ্ত মোহাম্মদ আব্দুল ওদুদ বলেন, ইজতেমার মাঠ ও অবকাঠামো তৈরিতে গত কয়েকদিন যাবৎ কাজ চলেছে।
আগামী সোমবার বেলা ১১টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে তিন দিনব্যাপী এ ইজতেমা। ইজতেমায় অংশগ্রহণের জন্য চুয়াডাঙ্গা জেলা ছাড়াও আশপাশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে মুসল্লিরা ময়দানে এসে সমবেত হচ্ছেন। ১০ হাজার মুসল্লি এই ইজতেমায় অংশগ্রহণ করবেন বলে আশা করছেন তিনি।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান জানান,পুলিশের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রয়েছে। মাঠে পুলিশ মোতায়েন করা হয়েছে। ইজতেমায় আশা মুসল্লিদের নিরাপত্তার বিষয়ে সবসময় সজাগ রয়েছে পুলিশ প্রশাসন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।