চুয়াডাঙ্গা প্রতিনিধি || চুয়াডাঙ্গার দর্শনায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় মুন্না শেখ (৩০) নামে এক প্রাইভেটকার চালক নিহত হয়েছেন। রবিবার দুপুর ২টার দিকে দর্শনা পৌর এলাকার হঠাৎপাড়ায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মুন্না শেখ সদর উপজেলার ডিঙ্গেদহ গ্রামের লাল্টু শেখের ছেলে। বর্তমানে দর্শনা পৌর এলাকার মোবারকপাড়ায় শ্বশুরবাড়ি বসবাস করতেন তিনি।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল কবীর জানান, দুপুরে গ্যারেজে গাড়ি মেরামত করে বাড়ি ফিরছিলেন মুন্না। এসময় হঠাৎপাড়ায় পৌঁছালে তার প্রাইভেটকারটি প্রথমে একটি কুকুরকে ধাক্কা দেয়। পরে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন মুন্না। দুমড়ে মুচড়ে যায় প্রাইভেটকারটি। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জুবাইদা জামান জয়া জানান, আহত মুন্নাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।