বাগেরহাট প্রতিনিধি || সংবাদ প্রকাশের জেরে নড়ে বসেন কর্তৃপক্ষ অবশেষে দূনিতিগ্রস্থ বাগেরহাটে সদর ইউনিয়নের বারুইপাড়া পূর্ণচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি শাহাবাজ হোসেন কে বহিষ্কার করা হয়েছে।
আজ ২২ মার্চ বুধবার সকাল ১১টায় পূর্ণচন্দ্র মাধ্যমিক
কৃষিশিক্ষা বিষয়ক শিক্ষক শিল্পী রাণী দত্তের (NTRCA)এর সনদ জাল ও মোটা অঙ্কের ঘুষ নিয়ে নিয়োগ প্রদানের অভিযোগ বিভিন্ন দপ্তরে লিখিত দরখাস্ত পাঠিয়ে সুষ্ঠু বিচারের দাবি করছিলেন বিদ্যালয়ের সহকারি বাংলা বিষয়ক শিক্ষক সখিনা খাতুন সেই সংবাদটি গণমাধ্যমে প্রচার হলে নড়েচড়ে বসে কর্তৃপক্ষ অবশেষে সকল জলপনা কল্পনার অবসান ঘটিয়ে দুর্নীতিবাজ সভাপতি শাহাবাজ হোসেন কে বর্তমান ম্যানেজিং কমিটির সদস্য শিক্ষক কর্মচারী ও অভিভাবকগণ মিটিং করে তাকে বহিষ্কার করে।স্কুলের সুনাম সুখ্যাতি রাক্ষায় কোমলমতি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ এর কথা ভেবে রাষ্ট্রীয় অর্থের ক্ষতির কথা বিবেচনা করে এমন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
শিক্ষক কর্মচারীদের এমন এমন পদক্ষেপ গ্রহণ করায় সন্তোষ প্রকাশ করেছে স্থানীয় লোকজন, বিদ্যালয়ের ছাএ-ছাএী অভিভাবকগণ।সেই সাথে এই দূনিতিবাজ শাহাবাজকে আইনের আওতায় এনে দ্রুত তার কাছ থেকে আত্বসাৎকৃত সকল টাকা ফেরত নেওয়ার জোর দাবী জানিয়েছেন এলাকাবাসী।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।