চিতলমারী প্রতিনিধি || বাগেরহাটের চিতলমারী উপজেলার এস,এম, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমেন্দ্রনাথ মল্লিক এর বিরুদ্ধে দপ্তরিকে মারধরের অভিযোগ উঠেছে। বুধবার স্কুল চলাকালীন সময়ে দপ্তরি ভক্ত সরকার ছুটি চাওয়ায় প্রধান শিক্ষক রমেন্দ্রনাথ মল্লিক তাকে মারধর করে। তার ফলে ভক্ত সরকার অসুস্থ হয়ে পড়ে। ছাত্র-ছাত্রীরা তাঁকে উপজেলা পরিষদ চত্তরে নিয়ে আসে। সেখান থেকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
স্কুল চলাকালীন সময়ে এসব অনিয়মের বিষয়ে অভিভাবকদের ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়।নাম প্রকাশ না করা শর্তে এক শিক্ষার্থী বলেন,প্রধান শিক্ষকের মারধরের কারণে ভক্ত সরকার অসুস্থ হয়ে পড়ে।এ বিষয় প্রধান শিক্ষক কে ফোন দিয়ে যোগাযোগ করার চেষ্টা করে,পাওয়া যায়নি।
চিতলমারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোছাঃ কামরুননেছা বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি।স্কুলের ছাত্র-ছাত্রী সঠিক তদন্ত সাপেক্ষে দোষিব্যক্তির শাস্তির দাবি করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।