মোঃ তাজমুল ইসলাম,লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি ||নড়াইলের লোহাগড়ায় কবিয়াল তারক গোঁসাইয়ের বাড়ির বিশ্রাম ঘরে রহস্যজনক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
গতকাল মঙ্গলবার (২১ মার্চ) ভোর রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।শহরের জয়পুর গ্রামের তারক গোঁসাই এর মন্দির পরিচালনা কমিটির সাবেক সভাপতি বিজয় কৃঞ্চ শিকদার জানান,‘মঙ্গলবার ভোর ৫ টার দিকে মন্দিরে আগত ভক্তবৃন্দের বিশ্রাম ঘরে থাকা পাটকাঠিতে আগুন লেগে অগ্নিকান্ডের সূত্রপাত হয় বলে সাতক্ষীরার শ্যমনগর থেকে আগত ভক্তবৃন্দ জানান।
আগুন লাগার সাথে সাথে তারক ধামে থাকা প্রায় শতাধিক ভক্ত বালতিতে করে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে লোহাগড়ার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন।
এ সময় লোহাগড়া থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
আগুন লাগা ঘরটি মন্দিরের দক্ষিন পার্শ্বে জয়পুর-মিঠাপুর পাকা সড়কের পাশে অবস্থিত হওয়ায় এলাকাবাসীর ধারনা, কোন পথচারী অথবা দূর্বৃত্তরা ঘরটিতে আগুন দিয়েছে। এতে ঘরের অবকাঠামো এবং টিন অনেকটা পুড়ে গেছে। এছাড়া ঘরে থাকা খাট-পালংকসহ অন্যান্য মালামাল পুড়ে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এ দিকে, তারক গোঁসাই এর বাড়ির বিশ্রাম ঘরে অগ্নিকান্ডের ঘটনাটি রহস্যজনক। প্রতিপক্ষকে ঘায়েল করতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে অনেক ভক্তবৃন্দের ধারনা।
লোহাগড়া পূর্জা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পরীক্ষিত শিকদার জানান, ‘শত্রুতা বসতঃ কেউ ঘরটিতে আগুন দিতে পারে । বিষয়টি তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান তিনি’।
নড়াইল ফায়র সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশনের ডি,এডি মাহাবুবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, কিভাবে মন্দিরের ঘরে আগুন লেগেছে তা তদন্ত করে বলা যাবে এবং পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।