তেরখাদা প্রতিনিধি || ২২শে মার্চ~২০২৩ইং বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
তেরখাদা উপজেলা প্রশাসনের উদ্যোগে এ উপলক্ষ্যে এক অনুষ্ঠান উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনা ভার্চুয়ালি গরিব দুস্থ অসহায় ও ভূমিহীনদের মাঝে ঘরের কাগজপত্র হস্তান্তর উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তৃতা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান।অনুষ্ঠানের শুরুতে ভার্চুয়ালি বক্তৃতা করেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী।অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ শহীদুল ইসলাম,উপজেলার ভাইস চেয়ারম্যান ও তেরখাদা প্রেস ক্লাবের সম্মানিত সদস্য সাংবাদিক মোঃ শারাফাত হোসেন মুক্তি,মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খাঁন,বীর মুক্তিযোদ্ধা চৌধুরী আবুল খায়ের,উপজেলা শিক্ষা অফিসার মোঃ কামরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ সোহেল রানা,উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুল হক,উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শরিফুল ইসলাম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার সাহেলা সুলতানা।অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের অফিসার,সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন শেষে তেরখাদা উপজেলার ভূমিহীন গৃহীনদের মাঝে ভূমি ও ৯০ টি গৃহের কাগজপত্র হস্তান্তর করা হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।