পরেশ দেবনাথ, কেশবপুর (যশোর)//কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের স্থগিত কেন্দ্রের নির্বাচন আগামী ৭ ফেব্রুয়ারী। কে হচ্ছে চেয়ারম্যান গৌতম রায় না আলাউদ্দীন আলা । এ নিয়ে ভোটার সমর্থকদের মধ্যে চলছে চুলচেরা হিসাবনিকাষ।
গত ৫ জানুয়ারি কেশবপুর উপজেলার ১১ টি ইউনিয়নের মধ্যে ১০ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন শান্তি পূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। কিন্তু কেশবপুর ৬ নং সদর ইউনিয়ন পরিষদের ২ নং নতুন মূলগ্রাম কেন্দ্রে বিশৃঙ্খলার অভিযোগে ওয়ার্ডের ভোট গ্রহন স্থগিত করে দেন প্রশাসন।
কেশবপুর উপজেলা নির্বাচন অধিদপ্তরের কর্মকর্তা মোঃ বজলুর রশিদ জানান, কেশবপুর সদর ইউনিয়নের নতুন মূলগ্রাম ওয়ার্ডের স্থগিত নির্বাচন আগামী ৭ ফেব্রুয়ারী সকাল ৮ টা হতে বিকাল ৪ টা পযর্ন্ত বিরতিহীন ভাবে অনুষ্ঠিত হবে।
ওয়ার্ডে ২ হাজার ১১৯ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচন করবেন। গত ৫ জানুয়ারি নির্বাচনে ৮ টি ওয়ার্ডের ভোটের হিসাবে আওয়ামী লীগের নৌকার প্রার্থী গৌতম রায় পেয়েছিলেন ৫ হাজার ৩৮৭ ভোট, বিএনপির স্বতন্ত্র প্রার্থী আলাউদ্দীন আলা মটর সাইকেল মার্কায় ভোট পেয়েছেন ৪ হাজার ৯২৯। নৌকার প্রার্থী ৪৫৮ ভোটে এগিয়ে আছেন। চেয়ারম্যান প্রার্থীদ্বয় নির্বাচনে ফলাফল নিজের পক্ষে আদায়ের জন্য ইতিমধ্যে এলাকায় ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন উভয়পক্ষ। যার যার পক্ষের ভোটার ও সমর্থকরা হিসাব নিকাশ ও সমীকরণে ব্যাস্ত হয়ে উঠেছে। অনেকে মনে করেন, আওয়ামীলীগ সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে গৌতম রায়কে নৌকা প্রতিকে ভোট দিবেন। এ পর্যন্ত কোন আওয়ামীলীগের প্রার্থী এত ভোট পাননি। মানুষের মনের অনেক পরিবর্তন হয়েছে। আগামী ৭ ফেব্রুয়ারী কে হবেন চেয়ারম্যান সেই প্রতিক্ষায় রইলেন ২ নং ওয়ার্ডবাসী।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।