পাইকগাছা (খুলনা) প্রতিনিধি || খুলনার পাইকগাছায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সরূপ ৬৬ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর সহ দলিল হস্তান্তর করা হয়েছে।
৪র্থ পর্যায়ে হরিঢালী ইউনিয়নে সলুয়ায় ৫২টি ও তৃতীয় পর্যায়ে সোলাদানায় ১৪টি মোট ৬৬টি ঘর প্রধানমন্ত্রীর পক্ষে গতকাল বুধবার (২২ মার্চ) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ঘর ও দলিল উপকার ভোগীদের মধ্যে প্রধান অতিথি হিসেবে খুলনা-৬ সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু প্রদান করেন।
সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেন, বীর মুক্তিযোদ্ধা রনজিৎ কুমার সরকার ও তোকারেম হোসেনসহ আরো অনেকে।
এছাড়া বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক বৃন্দ সহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।