বিশেষ প্রতিনিধি,ডুমুরিয়া || খুলনার ডুমুরিয়ায় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ভূমিহীন ও গৃহহীন ২০০টি পরিবারের মাঝে জমিসহ ঘরের দলিল হস্তান্তর করা হয়েছে।
গতকাল বুধবার সকাল সাড়ে ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘরের দলিল হস্তান্তর অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।
উপজেলা কমপ্লেক্স অডিটরিয়মে ইউএনও শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্যদেন খুলনা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুকুল কুমার মৈত্র, উপজেলা পরিষদ চেয়ারম্যান এজাজ আহমেদ ও মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মানিক।
চতুর্থ পর্যায়ে ২০০টি গৃহের মধ্যে খর্ণিয়া ইউনিয়নে পাঁচপোতা আবাসনে ৩৫টি,শোলগাতিয়া আবাসনে ৭০টি,শোভনা ইউনিয়নে চিংড়া আবাসনে ২৩টি,রুদাঘরা ইউনিয়নে মিকশিমিল আবসনে ৩৫টি,আটলিয়া ইউনিয়নে বরাতিয়া আবাসনে ৩০টি ও গুটুদিয়া ইউনিয়নে রায়েরমহল আবাসনে ৭টি।সবমিলে এ পর্যন্ত উপজেলায় মোট ১ হাজার ৫টি গৃহ হস্তান্তর করা হয়েছে। এছাড়া ৪র্থ পর্যায়ের আরো ১৫০টি ঘরের কাজ চলমান রয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।