শরিফুল ইসলাম || আর মাত্র ১ দিন পরই শুরু হতে যাচ্ছে রমজান মাস। এই রোজার মাসকে সামনে রেখে গত তিনদিনের ব্যবধানে খুলনার সবজি বাজারে কয়েক দফা দাম বেড়েছে।এ যেন লাগামহীন ঘোড়া,আর হরিলুটের রাজ্য।
বিশেষ করে রোজার পণ্য হিসেবে পরিচিত বেগুন ও শসার দাম তিন দিনের ব্যবধানে প্রতি কেজিতে বেড়েছে ৩০ টাকা করে। একই সময়ে লেবুর দাম বেড়েছে হালিতে ৫ থেকে ১০ টাকা করে। এছাড়া কাঁচা মরিচের দাম প্রতি কেজিতে বেড়েছে ৪০ থেকে ৫০ টাকা।
খুলনা নগরীর ট্রাকস্ট্যান্ড কাঁচাবাজার ও গল্লামারি বাজার ঘুরে দেখা গেছে, গত সোমবার মান ভেদে প্রতি কেজি বেগুন বিক্রি হয়েছে ৩০ থেকে ৪০ টাকায়। সেই বেগুন আজ বৃহঃপতিবার (২৩ মার্চ) বাজারে বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজি দরে।এদিকে তিনদিনের ব্যবধানে কেজিতে ৩০ টাকা বেড়েছে শসার দাম। গত সোমবার যে শসা বিক্রি হয়েছে ৩০ টাকা কেজি, সে শসা আজ বিক্রি হচ্ছে ৬০ টাকায়।
একই চিত্র লেবু বাজারেও।তিনদিন আগে প্রতি হালি লেবু বিক্রি হয় ২৫ থেকে ৩০ টাকা হালি। সেই লেবু আজ বিক্রি হচ্ছে ৫০ টাকায়। আর কাঁচা মরিচের দাম প্রতি কেজি ৪০ থেকে ৫০ টাকা বেড়ে বিক্রি হয় ১২০ টাকায়। এছাড়া বাজারে কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়েছে পটোল, ঢ্যাঁড়স ও করলার দাম। পটল ৮০ টাকা, ঢ্যাঁড়স ৮০ টাকা ও করলা ১০০ টাকা বিক্রি হতে দেখা গেছে। সিম ৬০ টাকা, টমেটো ৪০ টাকা, প্রতি কেজি ডুমর ৬০ টাকা, সজনে ১২০ টাকা, পেপে ৩০ টাকা কেজি দরে বিক্রি হয়।
এদিকে গত তিন দিনের ব্যবধানে বাজারে কেজিতে পাঁচ টাকা বেড়েছে পেঁয়াজের দাম। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হতে দেখা গেছে ৪০ টাকায়। আদার দাম অপরিবর্তিত থাকলেও কেজিতে ২০ টাকা বেড়ে রসুন বিক্রি হয় ১২০ টাকায়।
অপরদিকে গরুর গোশতের কেজি ৭০০ টাকা। আর খাসির গোশতের দাম ৮৫০ টাকা কেজি। বাজারে লাল ডিম ৪৪ টাকা এবং সাদা ডিম ৪০ টাকা হালি বিক্রি হয় ।ব্রয়লার মুরগির দাম ৩০০ টাকা কেজি। আর সোনালি মুরগি ৪০০ টাকা, দেশী মুরগি ৬৫০ টাকা ও লেয়ার মুরগি ৩৫০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
এদিকে দাম বাড়ার বিষয়ে জানতে চাইলে ক্রেতা ও বিক্রেতারা পরষ্পর বিরোধী কথা বলছেন। ক্রেতারা বলেন, কোনো কারণ ছাড়াই অযৌক্তিকভাবে সবজির দাম বাড়ানো হয়েছে। আর খুচরা বিক্রেতারা বলেন, পাইকারী বাজারে দাম বাড়ায় খুচরা বাজারে দাম বেড়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।