সরদার বাদশা,নিজস্ব প্রতিবেদক || মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ উপলক্ষে নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার পক্ষ থেকে দেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদের প্রতি স্বাধীনতা চত্বর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
আজ ২৬ মার্চ রবিবার সকাল ৮টায় নিরাপদ সড়ক চাই, ডুমুরিয়া উপজেলা শাখার পক্ষ থেকে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের স্মরণে ডুমুরিয়া উপজেলা স্বাধীনতা চত্বর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময়ে উপস্থিত ছিলেন নিসচা ডুমুরিয়া উপজেলা শাখা সভাপতি খান মহিদুল ইসলাম,সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বকুল,সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন, কোষাধক্ষ্য জুয়েল বিশ্বাস,সাংস্কৃতিক সম্পাদক তুষার কান্তি দত্ত,কার্যকরী সদস্য সরদার বাদশা,গাজী সোহেল আহমেদ, আব্দুর রহমান বেপারী,এম এ জলিল,পরিবহন শ্রমিক,স্কুল ছাত্রছাত্রী এবং সাংবাদিকবৃন্দ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।