হুমায়ন কবির,ঝিনাইদহ প্রতিনিধি || ঝিনাইদহের মহেশপুরে ৪ বছরের শিশু ধর্ষন মামলার আাসামী ফজলু আলী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব।আজ রোববার ভোরে উপজেলার কাজীরবেড় গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সে উপজেলার কোল্লা গ্রামের হুরমত আলীর ছেলে।
র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লীডার ইশতিয়াক হোসাইন জানান, গত ৯ ফেব্রুয়ারী সকালে মহেশপুর উপজেলার কাজীরবেড় গ্রামে নিজ বাড়িতে এক মা তার চার বছরের শিশু কন্যাকে রেখে পাশ্ববর্তী বাজারে ভিজিএফ এর চাউল আনতে যায়। এই সুযোগে পাশ্ববর্তী গ্রামের ফজলু শিশু কন্যাকে খাবার দেওয়ার কথা বলে মাল্টা বাগানে নিয়ে ধর্ষণ করে। পরে বিষয়টি টের পেয়ে ভিকটিম শিশুর মা বাদী হয়ে ওই দিন রাতে মহেশপুর থানায় মামলা দায়ের করেন।
এই মামলার একমাত্র আসামী ফজলু কাজীরবেড় গ্রামে অবস্থান করছে এমন সংবাদে সেখানে অভিযান চালায় র্যাব। সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।