মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি || বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচিতে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ উদযাপিত হয়েছে।
দিবসটি উদযাপনের শুরুতে ২৬ মার্চ সকাল ৭টায় উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে প্রথমে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন,এরপর শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে উপজেলা আওয়ামীলীগ,মুক্তিযোদ্ধা কমান্ড,মোল্লাহাট থানা,সরকারি জাতির জনক মহিলা মহাবিদ্যালয়,কেআর কলেজ,লুৎফর রহমান বিএম কলেজ, নুরজাহান কলেজ,সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়,শহীদ হেমায়েত উদ্দিন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, মোল্লাহাট হাইওয়ে থানা পুলিশ,পল্লীবিদ্যুৎ সমিতি,যুবলীগ, ছাত্রলীগ,মজাতীয় শ্রমিক লীগ,কৃষি ব্যাংক,প্রেসক্লাব মোল্লাহাট,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি।
এরপর সকাল ৮টায় কে আর কলেজ মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন ও সালাম গ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর একই ভেন্যুতে সকাল ৯ টায় বীরমুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নিবার্হী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে উক্ত সকল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা,উপজেলা আওয়ামীলীগ সভাপতি কালিপদ বিশ্বাস,ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা,থানা অফিসার ইনচার্জ সোমেন দাশ।
এছাড়া উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব এমডি আল আমিন,অধ্যক্ষ এল জাকির হোসেন,উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম,ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা এস এম সাইকুল আলম, শেখ রেজাউল কবির,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তাফিজুর রহমান,প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান,বীরমুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।