হুমায়ন কবির,ঝিনাইদহ প্রতিনিধি || ঝিনাইদহ বিআরটিএ উদ্যোগে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণ কার্যক্রম এর উদ্বোধন করা হয়েছে।এবারের স্লোগান ‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’।
আজ মঙ্গলবার(২৮ মার্চ)সকালে ঝিনাইদহ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মনিরা বেগম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রথিন্দ্রনাথ রায়, বিআরটিএ’র সহকারী পরিচালক আতিয়ার রহমানসহ অনেকে।
এসময় বক্তারা বলেন, বায়োমেট্রিক পদ্ধতি গ্রহণ করায় ড্রাইভিং লাইসেন্স পেতে সাধারণ মানুষকে আর ভোগান্তি পোহাতে হবে না।এক দিনেই ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা দেওয়া ও গ্রহণ করা যাবে। এতে করে বিআরটিএর সকল কর্মকাণ্ড দুর্নীতি মুক্ত করা সম্ভব হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।